তবে কি স্রস্টা জেরুজালেম ইহুদিদের লিখে দিয়েছে?
তবে কি স্রস্টা জেরুজালেম ইহুদিদের লিখে দিয়েছে?
লিখেছেনঃ সাজ্জাতুল মাওলা শান্ত
হে আমার সম্প্রদায়! এই পুণ্য ভূমিতে প্রবেশ কর যা আল্লাহ তোমাদের জন্য লিখে দিয়েছেন, আর পিছনের দিকে ফিরে যেওনা, তাহলে তোমরা সম্পূর্ণ রূপে ক্ষতিগ্রস্ত হবে।
রেফারেন্সঃ[সুরা মায়েদা, ৫ঃ২১]
পবিত্র কোরআনের এই আয়াত নিয়ে নাস্তিক, মুক্তমনা ও খ্রিস্টানমিশনারি’রা প্রমান করতে চাই যে পবিত্র ভূমি জেরুজালেমের প্রকৃত মালিক ইহুদি জাতি।
কেননা আল্লাহ তাদের এই ভূমি দিয়েছে। সুতরাং এই ভূমিতে মুসলিমরা কেন থাকছে ?
চলুন দেখে নেওয়া যাক নাস্তিক,মুক্তমনা ও খ্রিস্টানমিশ্নারিদের অভিযোগের সত্যতা কতটুকু !
এই ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই যে আল্লাহ বনি ইসরাইল জাতিকে পবিত্র ভূমি দেওয়ার প্রতিশ্রুতি দেন।
হিব্রু বাইবেল এবং ইসলামী ধর্মীয় ইতিহাস মোতাবেক, নবী হযরত ইব্রাহিম (আ) তাকে প্রতিশ্রুতি দেন যে পবিত্র ভূমি কেনান (বর্তমান জেরুজালেম ) তার সন্তানাদিকে দেয়া হবে অর্থাৎ তার বংশধররা এ এলাকার মালিক হবে।
রেফারেন্সঃ[সূরা মায়েদা-৫ঃ২১] & [ গণনা পুস্তক ১৩ঃ২]
কিন্তু নাস্তিক, মুক্তমনা ও খ্রিস্টান মিশনারিরা একটা জিনিস এড়িয়ে যাই তা হচ্ছে “ভূমি শর্ত সাপেক্ষে দেওয়া হয়েছে।” তারা কৌশলে শর্তের বিষয় এড়িয়ে যায়। অর্থাৎ আল্লাহ তাদের কে ভুমি দিয়েছে সাথে ভূমিতে থাকার জন্য কিছু শর্ত দিয়েছে।
ইহুদি জাতি সেই শর্ত মোতাবেক চলেনি তাই আল্লাহ তাদের সেই ভুমি থেকে বের করে দিয়েছে।
কি সেই শর্ত ?
এর আগে মূসাকে) বাণী দেয়ার পর আমি যুবূরে লিখে দিয়েছিলাম যে, আমার সৎকর্মপরায়ণ বান্দাহ্গণই পৃথিবীর উত্তরাধিকার লাভ করবে।
রেফারেন্সঃ[ সুরা আম্বিয়া- ২১ঃ১০৫]
এখন দেখে নেওয়া যাক যবুরে আল্লাহ ইহুদিদের কি কি শর্ত দিয়ছিল।
কিন্তু নম্র ভদ্র লোকেরা দেশের দখল পাবে, প্রচুর দোয়া পেয়ে তারা আনন্দে মাতবে।
রেফারেন্সঃ[যাবুর-৩৭ঃ১১]
আল্লাহ ভক্ত লোকেরা দেশের দখল পাবে, আর সেখানে চিরকাল বাস করবে। রেফারেন্সঃ[যাবুর-৩৭ঃ২৯]
কে সেই লোক যে মাবুদ কে ভয় করে? কোন পথ তাকে বেচে নিতে হবে তা তিনি দেখিয়ে দিবেন।
সে উন্নতির মধ্যে তার জীবন কাটবে, আর তার বংশধরেরা দেশের অধিকার পাবে।
রেফারেন্সঃ [যাবুর-২৫ঃ১২-১৩]
আজ তোমাদের যে সকল আদেশ করছি, তোমরা যদি প্রভু, তোমাদের ঈশ্বরের, সেই সব আজ্ঞা যত্নের সাথে পালন করো তবে প্রভু তোমার ঈশ্বর পৃথিবীর সমস্ত জাতির উপর তোমাদের উন্নত করবেন।
যদি তোমরা প্রভু, তোমাদের ঈশ্বরের, বাধ্য হও তবে এইসব আশীর্বাদ তোমাদের উপরে আসবে।
রেফারেন্সঃ [দ্বিতীয় বিবরণ-২৮ঃ১-২]
কিন্তু প্রভু, তোমাদের ঈশ্বরের, কথা না শুনো , তিনি যা আদেশ করেছেন আমার আজকের বলা সেই সব আদেশ যত্ন সহকারে পালন না করো তবে এই সমস্ত অভিশাপ তোমাদের উপর বর্তাবে।
রেফারেন্সঃ[দ্বিতীয় বিবরণ-২৮ঃ১৫]
কোরআন ও যাবুর থেকে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ ইহুদিদের পবিত্র ভূমি বা জেরুজালেমে থাকার জন্য কিছু শর্ত দিয়েছে ।
যেমনঃ এই ভূমিতে থাকতে হলে তাদেরকে নম্র ভদ্র হতে হবে, তাদেরকে আল্লাহ ভক্ত হতে হবে, প্রভুর আদেশ মান্য করতে হবে সৎকর্মপরায়ণ হতে হবে।
এবং তারা যদি এই শর্ত অমান্য করে তাদেরকে অভিশাপ দেওয়া হবে। তাদের কে এই ভূমি থেকে বিতাড়িত করা হবে। তাদের উপর কঠিন আজাব দেওয়া হবে।
প্রশ্ন হচ্ছে ইহুদিরা কি আল্লাহর দেওয়া শর্তগুলো রক্ষ্যা করতে পেরেছিল ?
না!
বরং তারা গর্ব অহংকারে ফুলে উঠেছিল। তারা আল্লাহর কিতাব বিকৃত করেছিল! তারা অসংখ্য নবী রাসুলদের হত্যা করেছিল।
সুতরাং এখন তাদের সেই ভূমিতে থাকার অধিকার নেই।
আল্লাহর দেওয়া শর্ত অমান্য করার কারনে, আল্লহ তাদের পবিত্র ভূমি থেকে বের করে দিয়েছে। আল্লাহ তাদের অভিশাপ দিয়েছে।
কোরআনের বর্ণনা,
আমি কিতাবের মাধ্যমে বানী ইসরাঈলকে জানিয়ে দিয়েছিলাম যে, তোমরা অবশ্য অবশ্যই পৃথিবীর বুকে দু’ দু’বার বিপর্যয় সৃষ্টি করবে আর অবশ্য অবশ্যই অত্যধিক গর্বে ফুলে উঠবে।
অতঃপর যখন দু’টির মধ্যে প্রথমটির সময় এসে উপস্থিত হল, তখন আমি তোমাদের বিরুদ্ধে পাঠিয়ে দিলাম আমার বান্দাদেরকে যারা ছিল যুদ্ধে অতি শক্তিশালী, তারা (তোমাদের) ঘরের কোণায় কোণায় ঢুকে পড়ল, আর সতর্কবাণী পূর্ণ হল।
রেফারেন্সঃসূরা বনি ইসরাইল আয়াত ৪-৫।
বাইবেলের বর্ণনা ,
“প্রভু তোমাদের শত্রুদের দিয়ে তোমাদের হারাবেন| তোমরা এক পথ দিয়ে তোমাদের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে কিন্তু সাত পথ দিয়ে তাদের সামনে থেকে পালাবে| তোমাদের প্রতি যে সব খারাপ বিষয় ঘটবে তা দেখে পৃথিবীর লোক ভয় পাবে|
রেফারেন্সঃ[দ্বিতীয় বিবরণ-২৮ঃ২৫]
“প্রভু মিশরীয়দের কাছে যেমন ফোড়া পাঠিয়েছিলেন সেই রকমটি দিয়েই তোমাদের শাস্তি দেবেন| তিনি আর, গলিত ঘা এবং সারে না এমন চুলকানি দিয়ে তোমাদের শাস্তি দেবেন| প্রভু উন্মাদনা দ্বারা তোমাদের শাস্তি দেবেন| তিনি তোমাদের অন্ধ এবং হতবুদ্ধি করবেন।
রেফারেন্সঃ[দ্বিতীয় বিবরণ- ২৮ঃ২৮]
“তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রভু বহুদূর থেকে এক জাতির আগমন ঘটাবেন| তোমরা তাদের ভাষা বুঝবে না| ঈগল পাখি যেমন আকাশ থেকে নেমে আসে তেমনি দ্রুত তারা আসবে|
রেফারেন্সঃ[দ্বিতীয় বিবরণ- ২৮ঃ৪৯]
দ্বিতীয় বিবরণ ২৮ অধ্যায়ে আরো অসংখ্য প্রমান আছে। লেখাটি লম্বা হয়ে যাবে তাই সবগুলো দিলাম না।
আল্লাহ্ তায়ালা বনী ইসরাইলিদেরকে সতর্ক করেছিলেন তাদের দুইবার ফ্যাসাদ সৃষ্টির বিষয়ে এবং দুইবারই তাদেরকে চরম শাস্তি দিয়ে আল্লাহ্ তাঁর কথা রাখেন।
প্রথম ঘটনাটি
সুলাইমান বা সলোমনের মারা যাবার পর পুত্র রেহোবামের রাজত্বকালে ইজরায়েলের পতন শুরু হয়,
ইসরাইল দুই ভাগে ভাগ হয়ে যায়। তখন ইহুদি আলেমরা তাওরাতের আংশিক পরিবর্তন করতে থাকে। যার ফলে তারা পবিত্র ভূমিতে থাকার অধিকার ও তাদের ইমান হারিয়ে ফেলে। যার ফলে আল্লাহ কর্তৃক তাদেরকে পবিত্র ভুমি থেকে বিতাড়িত করে।
খ্রিস্টপূর্ব ৫৮৭ সনে, যখন বখতে-নসরের
(Nebuchadnezzar) নেতৃত্বে ব্যাবীলনীয় এক বাহিনী জেরুজালেম অবরোধ করে, তারপর শহরটি পুড়িয়ে দেয়, এর অধিবাসীদের হত্যা করে, সুলাইমান (আ) কর্তৃক তৈরি করা মসজিদ ধ্বংস করে দেয় এবং ইহুদি জনসংখ্যার উৎকৃষ্ট ও গুরুত্বপূর্ণ অংশকে ক্রীতদাস হিসেবে ব্যাবীলনে নিয়ে যায়।
দ্বিতীয় ঘটনাটি
এরপর আল্লাহ তালায় তাদের উপর আরেকজন নবী পাঠালেন যাতে করে তাদের কাছে এক অশ্বরিক অঙ্গীকার সম্পর্কে অভিত করা হয়। ঐশ্বরিক অঙ্গীকার টা হচ্ছে,
আল্লাহ তালায় তাদের কাছে এমন একজন নবি পাঠাবেন যিনি দাউদ (আ) এর সিংহাসনে বসে পৃথিবীকে শাসন করবে।
রেফারেন্সঃ বুক অব আইজাইয়া, অরধ্যায় ৯-আয়াত ৬-৭।
তিনি হচ্ছেন ঈসা (আ) । তবে যখন তাদের এই ঐশ্বরিক অঙ্গীকার সম্পর্কে অভহিত করা হয় তখন তারা ছিল ছিল ব্যাবলিনে ক্রিতদাস হিসেবে।
কিছুদিন পর পবিত্র ভূমি স্বাধীন করা হয় ।রাজা সাইরাস ব্যাবলিয়ানদের সাথে যুদ্ধ করে বনি ইস্রাইলদের মুক্ত করে পবিত্র ভূমিতে যাওয়ার অনুমতি দেই।
ইহুদিরা অপেক্ষা করতে থাকে যে মাসিহ বা ঈসা (আ) কখন আসবে।
কিন্তু যখন মসীহ বা ঈসা (আ) আসলেন তখন খুব অল্প সংখ্যক ইহুদি ইমান এনেছিল।
যখন যীশু ইহুদী ইমামদের (র্যাবাইদের) দুর্নীতি নিয়ে কথা বলতে লাগলেন তখন ইহদিরা চক্রান্ত করল যেন রোমান শাসককে বুঝিয়ে সুজিয়ে যীশুকে ক্রুশে দিয়ে মেরে ফেলা যায়, এবং তাই তারা করে। ইহুদী মতে তারা যীশুকে ক্রুশে দিয়ে মেরে ফেলে। যদিও ইসলাম মতে, আল্লাহ্ হযরত ঈসা (আ)-কে অক্ষত রাখেন এবং তুলে নেন, যিনি শেষ সময়ে আবার ফেরত আসবেন।
ঈসা (আ) কে ক্রুশবিদ্ধ করার পর যখন ইহুদিরা গর্ব করলো এবং তাঁকে হত্যার ক্রেডিট নিয়ে উল্লাসে ফেটে পড়লো তখন আবার তাদেরকে শাস্তির মুখোমুখি করা হয়।
সেনাপতি টাইটাসের (Titus) এর নেতৃত্বে রোমান বাহিনী ৭০ খ্রিস্টাব্দে জেরুজালেম অবরোধ করে। টাইটাস জেরুজালেম শহর ধ্বংস করে দেয়, এর বাসিন্দাদের হত্যা করে ও পবিত্রভূমি থেকে অবশিষ্ট ইহুদিদের বহিষ্কার করে। পবিত্র মসজিদ আল আক্সা আবার ধ্বংসপ্রাপ্ত হয় এবং রোমান সৈন্যরা সেটাকে ভেঙ্গে টুকরো টুকরো করে, গলিত স্বর্ণ পিন্ডের খোঁজে প্রতিটি পাথরকে এক এক করে আলগা করা হয়, ঠিক যেমনটি ঈসা (আ) সতর্কবাণী দিয়েছিলেন সূরা বনী ইসরাইল ১৭:৪-৭ নং আয়াতে।
দ্বিতীয়বার শাস্তি পাওয়ার পর অর্থাৎ ৭০ খ্রিস্টাব্দে বনী ইসরাইলের উপর জেরুজালেম শহর হারাম হয়ে যায় এবং তারা সারা বিশ্বে বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে ছড়িয়ে পড়ে।
"আর আমি তাদেরকে (অর্থাৎ ইহুদিদের) বিভক্ত করে দিয়েছি দেশময় বিভিন্ন শ্রেণীতে..."
রেফারেন্সঃ (সুরা আরাফ ৭:১৬৮)
যে সব জনপদকে আমি ধ্বংস করেছি তার অধিবাসীদের ফিরে না আসা অবধারিত –
যে পর্যন্ত না ইয়াজুজ ও মা’জুজকে বন্ধনমুক্ত করে দেয়া হবে এবং তারা প্রত্যক উঁচু ভূমি থেকে দ্রুত ছুটে আসবে।
রেফারেন্সঃসুরা আম্বিয়া আয়াত ২১।
সুতরাং , যারা বলে এই ভূমি অর্থাৎ জেরুজালেম ইহুদিদের বা আল্লাহ তাদের এই ভূমি দিয়েছে তারা হয় না জেনে বলে, না হয় উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বলে।
কোরআন ও বাইবেল থেকে স্পষ্ট যে আল্লাহ নম্র, ভদ্র, আল্লাহ ভিরু, সৎকর্মপরায়ণ লোকদের এই ভূমি দান করেছে।
প্রশ্ন হচ্ছে যারা আল্লাহর নির্দেশ অমান্য করে, আল্লাহর কিতাব অমান্য করে, নবী, রাসুলদের হত্যা করে , কিতাব বিকৃত করে তারা কি সৎকর্মপরায়ণ ? তারা কি আল্লাহ ভিরু ? তারা কি নম্র ভদ্র ?
অবশ্যই তারাসৎকর্মপরায়ণ নয়! আল্লাহ ভিরু নয় !নম্র ভদ্র নয় !
আল্লাহ তাদের এই ভূমি দিয়েছে শর্ত সাপেক্ষ্যে। তারা সেই শর্ত মেনে চলতে পারেনি ,তাই তাদের সেই ভূমি থেকে আল্লাহ বের করে দিয়েছে। এবং তাদের জন্য সেই ভূমি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে।
এতএব, জেরুজালেমের মালিক ইহুদি জাতি বা এই ভূমি আল্লাহ তাদের দিয়েছে এমন কথা কোনোভাবেই যুক্তিসম্মত নয়