মহাবিশ্বের কি শুরু আছে নাকি নেই ?

মহাবিশ্ব কি অসীম নাকি সসীম ?  


লিখেছেনঃ সাজ্জাতুল মাওলা শান্ত। 

মহাবিশ্ব যে সসীম সে বিষয়ে অনেক দার্শনিক ও বৈজ্ঞানি প্রমাণ রয়েছে। বিখ্যাত পদার্থ বিজ্ঞানি স্টেফিন হকিং তার ওয়েভসাইটে এই বিষয়ে লিখেছেন, 
The conclusion of this lecture is that the universe has not existed forever. Rather, the universe, and time itself, had a beginning in the Big Bang, about 15 billion years ago. – The Beginning of Time, Stephen Hawking”

"এই বক্তিতা শেষে আমরা এ সিদ্ধান্তে উপনীত হচ্ছি যে, মহাবিশ্বের অস্তিত্ব চিরকাল বিদ্যমান ছিল না। বরং, মহাবিশ্ব এমনকি স্বয়ং সময়ের সূচনা হয়েছিল বিগ ব্যাংএর মধ্য দিয়ে, প্রায় ১৫ বিলিয়ন বছর পূর্বে।" রেফারেন্সঃ
আমাদের সকলেরই জানার কথা যে ইউনিভার্স অসীম হতে পারেনা। কেননা, অস্তিত্বশীল কোনো কিছু কখনো অসীমত্ব ধারণ করতে পারেনা। কোনো প্রকার বৈজ্ঞানিক প্রমাণ ছাড়াই আমরা প্রমাণ করতে পারবো ইউনিভার্স ফাইনেট।  
ইউনিভার্স যদি ইনফাইনেট হয় তাহলে এর পৃর্বে অসীম সংখ্যক কারণ ঘটতে হবে যার ফলে ইউনিভার্স সৃষ্টি হবে বা বর্তমান সময়ে আসবে। কিন্তু অসীম সংখ্যক কারণ ঘটলে কখনোই বর্তমানে আসা যায় না। যার ফলে ইউনিভার্সও কখনো সৃষ্টি হতোনা। 
উদাহারণ স্বরূপ, এই ইউনিভার্স যদি "X" হয়, আর একে সৃষ্টি করে থাকে "X1", আবার "X1" কে যদি সৃষ্টি করে "X2" আর এইভাবে যদি অনন্তকাল চলতে থাকে তাহলে "X" কখনোই অস্তিত্বে আসতে পারবে ? না কখনোই পারবেনা ! 
কেননা "X" অস্তিত্বে আসার জন্য নির্ভর করে "X1"এর উপর, আবার "X1" অস্তিত্বে আসার জন্য নির্ভর করে "X2"এর উপর এবং এভাবে অনন্তকাল চলতে থাকে। "X" অস্তিত্বে আসার জন্য নির্ভর করে অনাদিকাল ধরে চলা সৃষ্ট কিছুর উপর। এইভাবে অনাদিকাল ধরে চলা সৃষ্ট কিছুর উপর নির্ভর করলে "অনবস্থা দোষ"(Infinie regress) দেখা দিবে।  
সুতরাং ইউনিভার্স কখনোই অসীমত্ব ধারণ করতে পারেনা। 

আরেকটা উদাহারণ দেওয়া যাক,
ধরুন আপনি চট্রগাম থেকে কক্সবাজার যাবেন। কক্সবাজার যাওয়ার জন্য আপনি বাসে উঠতে গেলেন। এখন আপনার সামনে যদি ১৫ জন যাত্রী থাকে তাহলে আপনি বাসে উঠার সুযোগ পাবেন। যদি আপনার সামনে ৫০জন যাত্রী থাকে তাহলে আপনি ৫০জন যাত্রীর পরে বাসে উঠার সুযোগ পাবেন। কিন্ত আপনার সামনে যদি অসীম সংখ্যক লোক থাকে তাহলে অসীম সংখ্যক লোকের কখনোই বাসে উঠা শেষ হবেনা। এবং আপনি নিজেও কখনোই বাসে উঠতে পারবেন না।  
পরের উদাহারণ দুটি আমরা মহাবিশ্বের বেলায় খাটালে আমাদের মেনে নিতে হবে যে মহাবিশ্ব কখনোই অসীম হতে পারেনা।
   

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url